ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ডিজেল-পেট্রলের দাম বাড়ল ৩৫ রুপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
পাকিস্তানে ডিজেল-পেট্রলের দাম বাড়ল ৩৫ রুপি পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক ধর

পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম ৩৫ রুপি বাড়ল। দেশটির অর্থমন্ত্রী ইশাক ধর রোববার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে দাম বাড়ানোর ঘোষণা দেন।

খবর ডন।

সকাল ১০টায় তার ভাষণ শুরু হয়। শুরুর ১০ মিনিট পর বেলা ১১টায় তিনি ডিজেল ও পেট্রলের দাম বাড়ানোর বিষয়টি সামনে আনেন।  

ভাষণে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজেল ও পেট্রলের দাম ৫০ রুপি বাড়ানোর বিষয়ে জল্পনা-কল্পনা ছিল। এই কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে আমাদের খবর এসেছে।  

মন্ত্রী বলেন, গেল সপ্তাহে পাকিস্তানি রুপির দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে পেট্রলিয়াম পণ্যের দাম ১১ শতাংশ বেড়েছে।

গেল চার মাসের কথা স্মরণ করে তিনি বলেন, এই সময়ে পেট্রলের দাম বাড়েনি। আসলে ডিজেল ও কেরোসিনের দাম কমেছিল।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম ও রুপির অবমূল্যায়ন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে আমরা চারটি পণ্যের সর্বনিম্ন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।  

তিনি বলেন, পেট্রল ও ডিজেলের দাম ৩৫ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কেরোসিন তেল ও লাইট ডিজেলের দাম ১৮ রুপি বাড়ানো হবে। আজ বেলা ১১টা থেকেই দাম কার্যকর হচ্ছে।  

নতুন এই ঘোষণার ফলে পেট্রলের সরবরাহ নিয়ে গুজব ছড়াবে না বলে তিনি আশা করেন।

প্রতি লিটার পেট্রলের নতুন দাম ২৪৯ দশমিক ৮০ রুপি। হাই স্পিড ডিজেলের দাম ২৬২ দশমিক ৮০ রুপি, কেরোসিন তেলের দাম ১৮৯ দশমিক ৮৩ রুপি, আর লাইট ডিজেলের দাম ১৮৭ রুপি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।