ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

কোভিড নিয়ে এখনও বড় ভয় আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
কোভিড নিয়ে এখনও বড় ভয় আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস নিয়ে বিশ্ব জুড়ে এখনও বড় ভয় আছে। এক বিবৃতিতে এমন কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবারের (৩০ জানুয়ারির) বিবৃতিতে বলা হয়, ভাইরাসটি সম্প্রতি রূপান্তরের পর্যায়ে রয়েছে। এই রূপান্তর পর্যায়ের দিকেই আরও নজর রাখা জরুরি। যতটা সম্ভব এই নতুন নতুন রূপের ক্ষতিকর প্রভাবগুলো প্রশমিত রাখতে হবে।

বিবৃতিতে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল কোভিড সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির পরামর্শের সঙ্গে একমত হয়েছেন। সেইমতে কোভিডকে জনস্বাস্থ্যে একটি জরুরি অবস্থা হিসেবেও বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথিবী এখনও করোনা থেকে মুক্ত হয়নি বলেই মনে করছে আন্তর্জাতিক সংস্থা।

এতে আরও জানানো হয়, করোনা সংক্রামক রোগ হলেও বিশ্ব জুড়ে এটি অনেকটা আয়ত্তে এসেছে। বেশিরভাগ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে গড়ে উঠেছে।

কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে সে প্রশ্নের জবাবে বিবৃতি বলা হয়েছে, সংক্রমণের মাধ্যমে বা টিকাকরণের মাধ্যমে গড়ে উঠেছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা। এর ফলে রোগ নিয়ন্ত্রণও সহজ হচ্ছে।

বিশেষজ্ঞদের তৈরি বিবৃতিতে বলা হয়, এর ফলে সার্স কোভ-২ ভাইরাসে আক্রান্ত হয়ে মরবিডিটি ও মৃত্যুর হার অনেকটাই কমছে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।