ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৫ ডলারের নোটে রাজা চার্লসকে জায়গা দেবে না অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
৫ ডলারের নোটে রাজা চার্লসকে জায়গা দেবে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নতুন পাঁচ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি জায়গা পাবে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই ঘোষণা দিয়েছে।

 

এই নোটের নতুন ডিজাইনে অস্ট্রেলিয়ার দেশীয় সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান জানানো হবে। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) এ কথা বলেছে।  

পাঁচ ডলারের নোটের বর্তমান ডিজাইনে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি রয়েছে।  

গত বছর রানির মৃত্যু সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট বিতর্ককে পুনরুজ্জীবিত করে।

কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছে, রিজার্ভ ব্যাংক বোর্ড সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে।  

এতে বলা হয়, পাঁচ ডলারের ব্যাংক নোটের ডিজাইনের জন্য প্রথম কোনো অস্ট্রেলীয়র সঙ্গে আলোচনায় বসবে ব্যাংক। নতুন এই নোটের ডিজাইন ও ছাপার জন্য কয়েক বছর সময় লাগবে। এই সময়ে বর্তমান নোট প্রচলিত থাকবে। এমনকি নতুন নোট আসার পরও এটি চলবে।  

কেন্দ্রীয় ব্যাংকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, অন্য কোনো মানের নোটের ডিজাইনে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই।  

নতুন নোট কবে আসবে, সেই দিনক্ষণ সম্পর্কে ব্যাংক কিছু জানায়নি।  

ডিজাইনে পরিবর্তন আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আদিবাসী ও গোষ্ঠীর নেতারা।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।