ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত তুরস্কে

তুরস্কে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

বিবিসি।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্কের কাহরামানামারাস প্রদেশের এলবিস্তান শহরে।

এর আগে ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে দুই দেশের বহু মানুষ হতাহত হন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গাজিয়ান্তেপ প্রদেশে।

দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল এলবিস্তানের অবস্থান গাজিয়ান্তেপ শহরের উত্তরে ৮০ মাইল দূরে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, এটি আফটারশক (ভূমিকম্পের পরবর্তী কম্পন) নয়। এটি সকালেরটি থেকে আলাদা।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৫।

সকালের ভূমিকম্পেই  এই প্রদেশে ৭০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।