ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ফিলিস্তিনে ঢুকে ইরায়েলি সেনাদের অভিযান ও হত্যাকাণ্ড থামছেই না। অধিকৃত পশ্চিম তীরে এক অভিযানে তারা আরও পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে পশ্চিম তীরের জেরিকো অঞ্চলের আকাবেত জাবর শরণার্থী শিবিরে অভিযান চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। শিবিরটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জেরিকোর গভর্নর জানিয়েছেন, ইসরায়েলি অভিযানে হতাহত হয়েছেন মোট ৮ জন। তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিন পাঁচজনের কথা বললেও এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা মোট সাতজনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে দুজন জেরিকোয় বন্দুকহামলা চেষ্টায় জড়িত ছিল। বাকি পাঁচজন লড়াই করতে গিয়ে নিহত হন।

পাঁচজনের মরদেহ আটকে রাখা হয়েছে। এদের মধ্যে হামাসের সদস্য রয়েছে বলেও দাবি করেছে দখলদাররা। কিন্তু নিহতদের মধ্যে নিজেদের কেউ নেই বলে দাবি করেছে হামাস।

জেরিকোয় ইসরায়েলিদের ‘গণহত্যা’ ফিলিস্তিনিদের মধ্যে ‘বিপ্লবের ইন্ধন’ জোগাবে বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি জেরিকোয় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।