শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে পাঁচ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার জানান, তার দেশে নিহত বেড়ে ৩ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে সিরিয়ায় নিহত বেড়ে এক হাজার ৭১২ জন ছাড়িয়ে গেছে। সিরিয়া সিভিল ডিফেন্স নামে পরিচিত হোয়াইট হ্যালমেট মঙ্গলবার জানিয়েছে, ৯০০-এর বেশি মানুষ বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে নিহত হয়েছে।
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন অন্তত ৮১২ জন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই খবর দিয়েছে।
তুরস্ক সরকার, হোয়াইট হ্যালমেট ও সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থার দেওয়া হিসাব অনুযায়ী আহত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিশ্বের বেশ কয়েক দেশ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহাহতার আশ্বাস দিয়েছে। উদ্ধার কার্যক্রম হিমশীতল পরিবেশ ও তুষারপাতে ব্যহত হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
আরএইচ