ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে সাহায্যের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে সাহায্যের আবেদন

দক্ষিণ-পূর্ব তুরস্কে অনুসন্ধান ও উদ্ধার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অঞ্চলটিতে ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন।

ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকে পড়া মানুষ সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আকুতি জানাচ্ছেন।

আটকে পড়ারা বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে উদ্ধারকারীদের নিজেদের অবস্থান সম্পর্কে জানাচ্ছেন।

ফিরাত ইয়ালা নামে একজন ইউটিউবার দক্ষিণ-পূর্ব তুরস্কে একটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তিনি নিজের অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন।

তিনি জানান, হাতায়া প্রদেশের কেন্দ্রীয় আন্তাক্যা জেলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন তিনি। বাঁচানোর জন্য তিনি নিজের ফলোয়ারদের কাছে অনুরোধ করেছিলেন।

ভিডিওতে তিনি বলেন, ‘বন্ধুরা, আমরা ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকে আছি। ’

একটি অন্ধকার জায়গায় শুট করা ভিডিওতে বলেছিলেন, ‘মা! তুমি ঠিক আছো? মা! বলো তুমি কোথায় আছো। সাহায্য করুন!’

ভিডিও শেষ করার আগে ফিরাত ইয়ালা তার বাড়ির ঠিকানা যোগ করেছেন।

পরে নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক আপডেটে তিনি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে রক্ষা করা হয়েছে। কিন্তু তার মা কংক্রিটের নিচে রয়ে গেছেন।

আরেকটি ভিডিওতে হাতায়া-এর ইস্কেন্দেরুন জেলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক যুবক তার ঠিকানা শেয়ার করে বলেছেন, ‘আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, দয়া করে আসুন। আমাদের রক্ষা করুন। ’

ভিডিওটি টুইটারে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।

তুরস্কে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতায়া প্রদেশ। সেখানকার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে বন্ধ রয়েছে। যার কারণে ত্রাণ ও উদ্ধারকারী দলের জন্য শহরে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।