ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালন হবে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালন হবে ভারতে ছবি: সংগৃহীত

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আমরা এমনটাই জানি।

কারণ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বজুড়ে এ দিনটি ভালোবাসা দিবস হিসেবেই পালন করা হয়। তবে ভারতে এখন থেকে ১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’ অর্থ্যাৎ ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ হিসেবে পালন করা হবে।

ভারতের পশু কল্যাণ বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ হিসেবে পালন করা হবে এজন্য, যেন ‘ইতিবাচক শক্তি’ ছড়িয়ে দেওয়া যায় এবং সমষ্টিগত সুখের ধারণাকে অনুপ্রাণিত করা যায়।

দেশটির মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের অধীনস্থ এ বোর্ড এক নোটিশে জানায়, যারা গরুকে ভালোবাসেন, তারা তাদের জীবনে গো-মাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।

এই নোটিশে আরও বলা হয়েছে, পশ্চিমা সংস্কৃতির উন্নয়নে প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির মুখে পড়েছে এবং সবাই পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস ভুলে যাচ্ছে। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।