বিধ্বংসী ভূমিকম্পে ৫০ লাখেরও বেশি সিরিয়ান গৃহহীন হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায়।
ইউএনএইচসিআর- এর সিরিয়া প্রতিনিধি শিভাঙ্ক ধানপালা বলেছেন, ভূমিকম্পে সিরিয়ায় প্রায় পাঁচ লাখ ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এটি একটি বিশাল সংখ্যা।
তিনি বলেন, এখন তাপমাত্রা অনেক কম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারঝড় চলছে। সিরিয়ার জন্য এটি একটি বিশাল সংকট।
৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া মানুষরা সিরিয়ার অন্যান্য অংশে বিভিন্ন ক্যাম্পে ভিড় করছে। ওই ক্যাম্পগুলো মূলত ১২ বছরের যুদ্ধে গৃহহীনের জন্য স্থাপন করা হয়েছিল।
অনেকে মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আবার অনেকে ক্ষতিগ্রস্ত ভবনে ফিরে যেতে ভয় পাচ্ছেন।
ভূমিকম্পের আগেই গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় ৬০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। নতুন ৫০ লাখ গৃহহীন মানুষ এ সংকটে নতুন মাত্রা যোগ করবে। উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়ার এসব গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমএইচএস