ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্প নিয়ে ভুল তথ্য ছড়ানোর দায়ে তুরস্কে গ্রেপ্তার ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ভূমিকম্প নিয়ে ভুল তথ্য ছড়ানোর দায়ে তুরস্কে গ্রেপ্তার ১৪

ভূমিকম্প নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তুরস্কে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি তুরস্ক ও সিরিয়ায় আঘাত করে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তুরস্কের পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ৪৭৫টি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানো হচ্ছে।
 
বিবৃতিতে বলা হয়, তাদের বিস্তারিত সংশ্লিষ্ট ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট ৫৬ ব্যক্তিকে আটক করা হয়েছিল। এর মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

পুলিশ বলেছে, ৪১টি ফিশিং ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বাসিন্দাদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছিল।  

পুলিশ তিনটি ভুয়া ক্রিপ্টো অ্যাসেট ওয়ালেট শনাক্ত করেছে, যেগুলো ভূমিকম্পের ত্রাণ সহায়তা সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। এসব ওয়ালেটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গেল বুধবার তুরস্ক কর্তৃপক্ষ সেদেশে টুইটারে প্রবেশ সীমাবদ্ধ করে দেয়।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।