ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে তুরস্কের সম্ভাব্য ক্ষতি ৮৪.১ বিলিয়ন ডলার: ব্যবসায়ী গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ভূমিকম্পে তুরস্কের সম্ভাব্য ক্ষতি ৮৪.১ বিলিয়ন ডলার: ব্যবসায়ী গোষ্ঠী

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কের ৮৪ দশমিক ১ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। এমনটিই আভাস একটি ব্যবসায়ী গোষ্ঠীর।

গেল সোমবার (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি আঘাত হানে।  

তুর্কিশ এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস কনফেডারেশন বলছে, হাজারো ঘরবাড়ি মেরামতের সম্ভাব্য ব্যয় ৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার। জাতীয় আয়ে ক্ষতি ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার। আর কার্যদিবসের ক্ষতি ২ দশমিক ৯ বিলিয়ন ডলার।  

ব্যবসায়ী গোষ্ঠীটি বলছে, প্রধান প্রধান ব্যয় যাবে বাড়ি, বিদ্যুৎ লাইন ও অবকাঠামো পুনর্নির্মাণ এবং স্বল্প, মাঝারি ও দীর্ঘ সময়ের জন্য আশ্রয়ের ব্যবস্থায়।  

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান বলেছেন, আগামী  এক বছরের মধ্যে বাড়িঘর মেরামত ও পুনর্নিমাণ করা হবে। দেশকে সচল করতে সরকার কর্মপন্থা নির্ধারণ করছে।  

এদিকে তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনগুলোর নির্মাণকাজে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শতাধিক গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করেছে দেশটির সরকার।  

সিভিল প্রকৌশলীরা বলছেন, তুরস্কের দক্ষিণাঞ্চলের অনেকে প্রকল্পে ভবনবিধি মানা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।