ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর প্রায় ২২২ ঘণ্টা ওই নারী ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ওই নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে একটি অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন। তার নাম মেলিক ইমামোগ্লু।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানের আজ নবম দিন। প্রাণের খোঁজে এখনো সেখানে অভিযান চলছে।

এদিকে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহের বেশি সময় পার হলেও নিহতের সংখ্যা বেড়েই চলছে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে।

অন্যদিকে সিরিয়া সরকার ও জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। দুই দেশ মিলিয়ে বর্তমানে মৃতের সংখ্যা ৪১ হাজার ২১৮ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।