ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া কখনো জিততে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া কখনো জিততে পারবে না’

বছর পার হয়ে গেলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনো আভাস নেই। দিনে দিনে বাড়ছে যুদ্ধের ভয়াবহতার মাত্রা।

এমন পরিস্থিতিতে রাশিয়ার জয়ের আকাঙ্ক্ষাকে তীব্র কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কিয়েভ সফর শেষে পোল্যান্ডে জনসমাবেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়া কোনো দিন জয় পাবে না, কোনো দিন না। ’

পোল্যান্ডের রাজধানী ওয়ারশের রয়্যাল ক্যাসলের সামনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘স্বাধীনতার জন্য মানুষের ভালবাসা কখনও-ই হার মানে না। হিংসা দিয়ে মুক্তচিন্তার স্রোতকে আটকানো যায় না। ’

তিনি দাবি করেন, রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় কার্যত অসম্ভব।

সমাবেশে বাইডেন বলেন, ‘কিয়েভ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়ে যাচ্ছে। গর্বিত কিয়েভ এভাবেই লড়ে যাবে। মুক্তির বাতাস কিয়েভের সর্বত্র বইছে। ’

রাশিয়ানরা পশ্চিমাদের শত্রু নয় উল্লেখ করে তিনি বলেন, ‘পশ্চিমারা রাশিয়াকে আক্রমণ করার ষড়যন্ত্র করছে না। লাখ লাখ রাশিয়ান নাগরিক শুধুমাত্র তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চায়। ’

সূত্র- আল জাজিরা

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।