ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অজয় বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট?

  আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
অজয় বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট?

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অজয় বাঙ্গার নাম প্রস্তাব করেছে।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)  সব ঠিক থাকলে বাঙ্গাই হবেন ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী প্রধান।

তিনি প্রেসিডেন্ট হলে এই প্রথম কোনো মার্কিন ভারতীয় এই পদে কাজ করবেন।  

বাইডেন বলেছেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পাবলিক প্রাইভেট রিসোর্স- সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৬৩ বছরের বাঙ্গা। সে কারণেই তার নাম প্রস্তাব করা হয়েছে।

এর আগে বাইডেন প্রশাসন চেয়েছিল, কোনো নারীকে এই পদে নিয়ে আসতে। কিন্তু শেষ পর্যন্ত বাঙ্গার নাম প্রস্তাব করা হয়।  
একটি আনুষ্ঠানিক নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী প্রেসিডেন্ট নিযুক্ত হবে। কিন্তু আমেরিকার মনোনয়নই শেষপর্যন্ত কার্যকর হয় বলে বিশেষজ্ঞদের বক্তব্য।

ওয়ার্ল্ড ব্যাংক মূলত পরিচালনা করে আমেরিকা।  

এর আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান ছিলেন ডেভিড মালপাস। ডোনাল্ড ট্রাম্পের আমলে তিনি নিযুক্ত হয়েছিলেন। সাধারণত ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। কিন্তু এক বছর আগেই মালপাস কাজ থেকে অব্যাহতি নিচ্ছেন।

সূত্র: ডয়েচে ভেলে

বাংলাদেশ সময়:১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।