ইউক্রেনের যৌথ বাহিনীর অপারেশন কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) একটি ডিক্রিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এ ঘোষণা করেন।
মেজর জেনারেল এডুয়ার্ড মাইখাইলোভিচ মোসকালভকে গত বছরের মার্চে এই পদে নিযুক্ত করা হয়েছিল।
মেজর জেনারেল এডুয়ার্ড মাইখাইলোভিচ মোসকালভকে গত মার্চে এই পদে নিয়োগ দেওয়া হয়।
তবে জেলেনস্কি মোসকালভের বরখাস্তের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তার প্রশাসনের সাম্প্রতিক নেতৃত্বের পরিবর্তনের এটি সর্বশেষ ঘটনা।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ দেশজুড়ে দুর্নীতিবিরোধী অনুসন্ধান পরিচালনা করছে। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ মেলায় অনেক ঊর্ধ্বতন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মোসকালভের বরখাস্ত দুর্নীতির জন্য কিনা তা এখনও স্পষ্ট নয়।
সূত্র- সিএনএন
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমএইচএস