ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়েতে নাচতে নাচতেই যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বিয়েতে নাচতে নাচতেই যুবকের মৃত্যু ছবি: টুইটার ভিডিও থেকে নেওয়া

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলার পারদি গ্রামে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হঠাৎ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী এক যুবকের।

শনিবারের এ ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

খবর: দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া ডটকম

জানা গেছে, ওই যুবকের নাম মুত্যম। তিনি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা।

দ্য ইকোনমিক টাইমসের খবর থেকে জানা যায়, আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানায় গিয়েছিলেন ওই যুবক। ওইদিন বিয়েবাড়িতে অন্যদের সঙ্গে উদ্দাম নাচে মেতে ওঠেন তিনি। নাচতে নাচতেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

ভিডিওতে দেখা যায়, চমৎকার হাসিখুশি পরিবেশ। সেখানে গানের তালে নাচে মাতোয়ারা এক যুবক। কিন্তু নাচতে নাচতে তিনি হঠাৎ থমকে দাঁড়ান এবং একটু পরেই মাটিতে হুমড়ি খেয়ে পড়েন।

উপস্থিত লোকজন ঘটনাটি বুঝার পর পরই তাকে দ্রুত নিকটবর্তী ভাইসা আরিয়া হাসপাতালে নেয়। তবে বাঁচানো যায়নি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।