ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা: ক্রেমলিন 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা: ক্রেমলিন 

নিজের অবস্থান পরিষ্কার করে ক্রেমলিন পুনরায় বলেছে, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা । তবে তিনি পুনর্ব্যাক্ত করেছেন, আঞ্চলিক বাস্তবতাকে উপেক্ষা করা যাবে না।

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইউক্রেনের যেসব অঞ্চলকে রাশিয়া অধিভুক্ত বলে ঘোষণা দিয়েছে, সেসব অঞ্চলের ওপর থেকে দাবি ছাড়বে না।  

গেল বছর গণভোটের পর অঞ্চল চারটি রাশিয়ার অধিভুক্ত হয়। কিয়েভ ও পশ্চিমারা অবশ্য এই ভোটকে জাল ও অবৈধ বলে আখ্যা দিয়েছে।
 
মঙ্গলবার পেসকভ বলেন, কিছু বাস্তবতা রয়েছে, যেগুলো ইতোমধ্যে একটি অভ্যন্তরীণ ফ্যাক্টর হয়ে উঠেছে। আমি বলতে চাইছি নতুন  অঞ্চলের কথা। রাশিয়ান ফেডারেশনের সংবিধান বিদ্যমান, একে উপেক্ষা করা যায় না। রাশিয়া কখনো ছাড় দেবে না, এটিই গুরুত্বপূর্ণ বাস্তবতা।  

 গেল সেপ্টেম্বরে রাশিয়া দাবি করে, চারটি অঞ্চল তাদের নিজেদের করে নিয়েছে। অঞ্চল চারটি হলো- দোনেতস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া। পেসকভ বলেন, কিয়েভ যদি অঞ্চলগুলো ছেড়ে দেয়, তবেই রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।