ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

ভারতে জি–টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কোনো যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে।

ইউক্রেন থেকে রাশিয়ার নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি তৈরি হয়েছিল।

কিন্তু রাশিয়ার আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা আলোর মুখ দেখেনি।

ফলে যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে জি–টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।

বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের এই সম্মেলন শেষ হয়েছে।

এর আগে বেঙ্গালুরুতে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন হয়। সেখানেও যৌথ বিবৃতির বদলে ‘আউটকাম ডকুমেন্ট’ বা আলোচনা সারসংক্ষেপ পেশ করা হয়।

এদিকে এবারের সম্মেলনে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দিল্লিতে আলোচনা ১০ মিনিটেরও কম সময় ধরে চলেছিল।

বৈঠকে অ্যান্টনি ব্লিনকেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ইউক্রেনের বিরুদ্ধে ‘এই আগ্রাসন যুদ্ধের অবসান’ করতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।