ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জীবন জাহান্নামের মতো হয়ে উঠেছে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ফিলিস্তিনিদের জীবন জাহান্নামের মতো হয়ে উঠেছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘকাল ধরে ইসরায়েল সরকারের জবরদখলে থাকা ফিলিস্তিনিদের জীবন ‘জাহান্নামের মতো দুর্বিষহ’ হয়ে উঠেছে।  

উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বহু ঘরবাড়ি ও গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর দুপক্ষের মধ্যে যখন উত্তেজনা চরমে, তখন গুতেরেস এ মন্তব্য করলেন।

কাতার-ভিত্তিক আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গুতেরেস বলেন, তিনি অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে হুওয়ারা গ্রামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছেন।  

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ চরম দুর্বিষহ জীবনযাপন করছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জীবন বহু দিক দিয়ে ‘জাহান্নামসম’ জীবনযাপন করছেন।

তবে সাক্ষাৎকারে গুতেরেস একথার সত্যতা অস্বীকার করেন যে, ইউক্রেন ইস্যুর সঙ্গে তুলনা করলে ফিলিস্তিন ইস্যুতে দ্বৈত ভূমিকা পালন করছে জাতিসংঘ।

মহাসচিব আরও দাবি করেন, বহু দশকের ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই।  

গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুওয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালান এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেন।  

এই গ্রামের এক প্রতিবাদী যুবক নাবলুসে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে ১১ ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ওইদিন দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেন।

এরপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হুওয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে অন্তত একজন ফিলিস্তিনি শহীদ এবং ৩৯০ জন আহত হন। ইহুদি বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবে ইসরায়েলের সামরিক বাহিনীর সমর্থন ও মদদ ছিল।

ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু অবৈধ বসতি স্থাপনকারীকে আটক করা হলেও বৃহস্পতিবার রাতে ইসরাইলি আদালতের নির্দেশে তাদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।