ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিস্ফোরণে তালিবানের শীর্ষ কর্মকর্তা নিজ অফিসে নিহত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
বিস্ফোরণে তালিবানের শীর্ষ কর্মকর্তা নিজ অফিসে নিহত 

আফগানিস্তানের বালখ প্রদেশের তালিবান গভর্নরের অফিসে বিস্ফোরণ ঘটেছে। এতে গভর্নর নিহত হয়েছেন।

খবর বিবিসি।

২০২১ সালে ক্ষমতায় আসার পর তিনিই নিহত হওয়া সবচেয়ে শীর্ষ কর্মকর্তা। তার নাম মোহাম্মদ দাউদ মুজাম্মিল।  

আফগানিস্তানে সহিংসতা কমে এলেও বিশিষ্ট তালিবানপন্থি নেতারা হামলার শিকার হচ্ছে। এর মধ্যে অনেকগুলোর দায় নিয়েছে ইসলামিক স্টেট।

স্থানীয় পুলিশ বলছে, সর্বশেষ বিস্ফোরণের কারণ জানা যায়নি। এই বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।  
 
তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ টুইট করে বলেন, ইসলামের শত্রুদের ঘটানো বিস্ফোরণে গভর্নর নিহত হয়েছেন। তদন্ত চলছে।

মুজাম্মিল পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নানগারহারে ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। গেল অক্টোবরে তিনি বালখে বদলি হন।  

বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে গভর্নর অফিসে দোতলায় বিস্ফোরণটি ঘটে।  

এই হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েকজন এই হামলায় আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ৯ , ২০২৩ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।