ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বাখমুতে পরিস্থিতি বেশ কঠিন: ভাগনার প্রধান  

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
বাখমুতে পরিস্থিতি বেশ কঠিন: ভাগনার প্রধান  

রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, বাখমুতের পরিস্থিতি কঠিন, বেশ কঠিন। খবর আল জাজিরা।

প্রেস সার্ভিসের প্রকাশ করা বিবৃতিতে তিনি বলেছেন, আমরা শহরের কেন্দ্রের কাছাকাছি রয়েছি। কঠিনতর যুদ্ধ চলছে। ইউক্রেনীয়দের মজুদ যেন শেষই হচ্ছে না। তবুও আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাবই।  

সোমবার ইউক্রেন বাহিনী রাশিয়ার একের পর এক হামলার শিকার হয়েছে। উভয়পক্ষ হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে।

কর্নেল জেনারেল ওলেক্সান্দ্র সিরিস্কি ইউক্রেনের মিডিয়া মিলিটারি সেন্টারের টেলিগ্রাম চ্যানেলে বলেন, শত্রুরা শহরটি দখল করতে চাইছে। তারা কামান, ট্যাংক ও অন্যান্যা আগ্নেয়াস্ত্রে প্রতিহত হচ্ছে।  

ইউক্রেনের বাহিনী এখন বাখমুতের পশ্চিমের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার পূর্বাংশের বেশির ভাগের নিয়ন্ত্রণ নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad