ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার আচরণ বেপরোয়া ছিল: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার আচরণ বেপরোয়া ছিল: যুক্তরাষ্ট্র

রাশিয়ার যুদ্ধবিমানের মুখোমুখি হয়ে কৃষ্ণ সাগরে আমেরিকান ড্রোন বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে, রাশিয়ার আচরণ বেপরোয়া ছিল।  

পেন্টাগন বলছে, ক্ষতিগ্রস্ত এমকিউ-৯ রিপার ড্রোনটি ওড়ার অনুপযোগী হয়ে গেলে যুক্তরাষ্ট্র সেটি নামিয়ে আনে।

রাশিয়া তাদের দুটি সু-২৭ যুদ্ধবিমানের সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে।  

মার্কিন সামরিক কর্মকর্তারা বলেন, সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম অনুযায়ী মঙ্গলবার ৭টা ৩ মিনিটে ঘটনাটি ঘটে। এই মুখোমুখি অবস্থান ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।  
 
পেন্টাগনের মুখপাত্র ব্রিগ জেন পাট রাইডার সাংবাদিকদের বলেন, ওড়ার অনুপযোগী এবং অনিয়ন্ত্রিত হওয়ায় আমরা ড্রোনটি নামিয়ে আনি। রাশিয়ার যুদ্ধবিমানও এতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তীক্ষ্ণ একটি কৌশলের পর ড্রোনটি বিধ্বস্ত হয়। ট্রান্সপন্ডার বন্ধ করে এটি উড়ছিল।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।