ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রেডিট সুইসের শেয়ারে রেকর্ড দরপতন 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ক্রেডিট সুইসের শেয়ারে রেকর্ড দরপতন 

ক্রেডিট সুইসের শেয়ারের ৩০ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। বুধবার দরপতনের নতুন এই রেকর্ড হয়।

গার্ডিয়ান এই খবর জানিয়েছে।  

এর আগে সৌদি ন্যাশনাল ব্যাংক ক্রেডিট সুইসকে নতুন তহবিল দিতে অস্বীকৃতি জানায়।  

সিএনএন বলছে, ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আম্মার আল খুদাইরি বলেন, তারা ক্রেডিট সুইসে আর অংশীদারত্ব বাড়াবেন না।  

তিনি বলেন, উত্তর হলো না, অনেকে কারণে। আমি সবচেয়ে সহজ কারণটিই বলছি, যেটি নিয়ন্ত্রক ও সংবিধিবদ্ধ। আমরা ব্যাংকের ৯ দশমিক ৮ শতাংশের মালিক। আমরা নতুন ব্যবস্থায় যেতে আগ্রহী নই।  

একটি সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও একই মন্তব্য করেন তিনি।  

ওয়াল স্ট্রিটের এক সময়কার বড় খেলুড়ে ক্রেডিট সুইস গত কয়েক বছরে বেশ কয়েকটি ভুল পদক্ষেপ নিয়েছে। এ কারণেই গ্রাহক, বিনিয়োগকারীদের কাছে এর আস্থা কমে গেছে।  

গ্রাহকরা গেল বছর ১৩৩ বিলিয়ন ডলার ক্রেডিট সুইস থেকে তুলে নেয়। এর বেশিরভাগই চতুর্থ ত্রৈমাসিকে। ব্যাংকটির বার্ষিক ক্ষতি ৭ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।