ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ার

এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের যুগান্তকারী শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে দেশটি।

উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০০ কিলোমিটার (৬২০ মাইল) উড়ে জাপানের পশ্চিমে পানিতে পতিত হয়।

গত সপ্তাহ থেকে এ নিয়ে চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পিয়ংইয়ং থেকে সকালে ৭টা ১০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম টাইপ ছিল। এটি প্রায় ৭০ মিনিটের জন্য ছয় হাজার কিলোমিটারের বেশি উড়েছিল।

বৃহস্পতিবার এদিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার দেশের সেনাবাহিনীকে পরিকল্পনা অনুযায়ী যৌথ মার্কিন মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি যোগ করেছেন যে, পিয়ংইয়ং তার ‘বেপরোয়া উস্কানির’ জন্য ক্ষতিপূরণ করবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ