ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মন্ত্রীদের অফিসিয়াল ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
মন্ত্রীদের অফিসিয়াল ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য

কর্মক্ষেত্রে ব্যবহৃত ব্রিটিশ মন্ত্রীদের মোবাইলে চীনের অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রীদের অফিসিয়াল ফোনে যেসব সংবেদনশীল তথ্য রয়েছে, টিকটক অ্যাপের মাধ্যমে চীন সরকারের সেগুলোতে প্রবেশ করার আশঙ্কা রয়েছে।

তবে অ্যাপটি ব্যক্তিগত ফোনে ব্যবহার না করার কথা বলা হয়নি। শুধু অফিসিয়াল ডিভাইসে নিষিদ্ধ করা হয়েছে।

কেবিনেট মন্ত্রী অলিভার ডোডেন বলেন, ‘‌এ নিষেধাজ্ঞা পূর্বসতর্কতামূলক পদক্ষেপ। খুব শিগগির তা কার্যকর হবে। ’

ডোডেন বলেন, ‘‌আমি জনগণকে টিকটক ব্যবহার বন্ধ করতে বলব না। কিন্তু তাদের অবশ্যই প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করার আগে ডাটা পলিসি জেনে নেওয়া দরকার। ’

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।