ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অর্ধেক দামে বিক্রি হয়ে যাচ্ছে ক্রেডিট সুইস! 

  আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
অর্ধেক দামে বিক্রি হয়ে যাচ্ছে ক্রেডিট সুইস! 

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে দ্বিতীয় বড় ব্যাংক ক্রেডিট সুইসকে কিনে নিচ্ছে দেশটির সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। খবর ডয়েচে ভেলে।

 

শেয়ারমূল্যের বিচারে প্রায় অর্ধেক দামে ক্রেডিট সুইস বিক্রি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইউবিএসকে নিতে হচ্ছে বিপুল পরিমাণ লোকসান।  

ক্রেডিট সুইসের বর্তমান লোকসানের পরিমাণ ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই লোকসান ইউবিএসের খাতায় যুক্ত হবে।

ক্রেডিট সুইস কিনে নিতে ইউবিএসের খরচ হবে তিন বিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার।  

এই হিসাবে ক্রেডিট সুইসের প্রতিটি শেয়ারের জন্য ইউবিএসকে শূন্য দশমিক ৭৬ সুইস ফ্রাঙ্ক দিতে হবে। অথচ শুক্রবার ক্রেডিট সুইসের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১ দশমিক ৮৬ সুইস ফ্রাঙ্ক! 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংকসহ দুটি ব্যাংক বন্ধ করার পর আবারও ২০০৮ সালের ব্যাংকিং সংকটের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে বলে শঙ্কা অনেক বিনিয়োগকারীর।

তাদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।