ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধে চীনের মধ্যস্থতা ‘নিরপেক্ষ নয়’, সমালোচনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
যুদ্ধে চীনের মধ্যস্থতা ‘নিরপেক্ষ নয়’, সমালোচনা যুক্তরাষ্ট্রের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনকে ‘নিরপেক্ষ মধ্যস্থতাকারী’ মনে করছে না মার্কিন যুক্তরাষ্ট্র।

যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে চীনের লক্ষ্য সম্পর্কে এটি ছিল সবচেয়ে সরাসরি মার্কিন সমালোচনা।

এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি না যে আপনি যুক্তিসঙ্গতভাবে চীনকে কোনোভাবেই নিরপেক্ষ হিসেবে দেখতে পারবেন। ’

তিনি যোগ করেন, চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়া রাশিয়া ও চীনের রাষ্ট্রপতির মধ্যে বৈঠকগুলো ইউক্রেন যুদ্ধ অবসানে কোনো আশা দেয় না।

এর আগে ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

ওইসময় জন কিরবি বলেন, শুধু যুদ্ধবিরতিই যথেষ্ট নয়। আমরা আশা করি, যুদ্ধাপরাধ বন্ধে প্রেসিডেন্ট শি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের শহর, হাসপাতাল ও স্কুলে বোমা নিক্ষেপ বন্ধে এবং সৈন্য প্রত্যাহারে চাপ দেবেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।