ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে নতুন রুশ হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ইউক্রেনে নতুন রুশ হামলায় নিহত ৪

ইউক্রেনের বেশ কয়েকটি শহরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় চারজন নিহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার ভোরে রাজধানী কিয়েভের উপকণ্ঠে রিজিশচিভ শহরে দুটি ছাত্র ছাত্রাবাসের উপরের তলায় এই ড্রোন হামলা চালানো হয়।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, নিহত ছাড়াও এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বয়স মাত্র ১১ বছর।

রাশিয়ায় চীনের প্রেসিডেন্টের সফর ও ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রীর সফর যুদ্ধে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

এ অবস্থায় কোন পক্ষ কাকে সমর্থন দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শক্তির দিক থেকে কোনো দেশই পিছিয়ে নয়। যুদ্ধাবস্থায় ইউরোপের দুই রাষ্ট্র নেতার সঙ্গে এশিয়ার দুই শক্তিধর রাষ্ট্র প্রধানের সাক্ষাতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়েও বিস্তর আলোচনায় বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।