ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়ানোর পরিকল্পনা নেই রাশিয়ার: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়ানোর পরিকল্পনা নেই রাশিয়ার: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা রাশিয়া করছে না। বরং রাশিয়া আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায়।

 

শুক্রবার (২৪ মার্চ) বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।  

মেদভেদেভ সতর্ক করে বলেন, ক্রিমিয়া উপদ্বীপ দখলে ইউক্রেন প্রচেষ্টা চালালে তা হবে কিয়েভের বিরুদ্ধে মস্কোর যেকোনো অস্ত্র ব্যবহারের ক্ষেত্র।

গেল বছর ইউক্রেনে পুতিন সৈন্য পাঠানোর পর মেদভেদেভের উপস্থিতি চোখে পড়ার মতো। যুদ্ধ শুরুর পর যে কজন কর্মকর্তা সামনে এসেছেন, তার মধ্যে তিনি অন্যতম। প্রায়শই তিনি বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন।

এর আগে মেদভেদভ বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা জারির পর প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের চেষ্টা করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।