ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ফিরলেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
চীনে ফিরলেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে গত তিন বছর জনসমক্ষে খুব কমই দেখা গেছে। হ্যাংঝুওর একটি স্কুলে তাকে সর্বশেষ দেখা গেল।

এক প্রতিবেদনের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে।  

৫৮ বছর বয়সী জ্যাক মা ২০২০ সালে চীনের অর্থনৈতিক নিয়ন্ত্রণকারীদের নিয়ে সমালোচনা করার পর থেকে তিনি খুব বেশি সামনে আসেননি।  

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, এক বছরেরও বেশি সময় বিদেশে থাকার পর তিনি সম্প্রতি তিনি চীনে ফিরেছেন।  

আলিবাবার মালিকানাধীন সংবাদপত্র বলছে, জ্যাক মা হংকংয়ে স্বল্পবিরতি দিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করেন এবং আর্ট বাসেলের একটি আন্তর্জাতিক মেলায় স্বল্প সময় ঘুরে আসেন।  

এটি আরও বলছে, জ্যাক মা বিভিন্ন দেশ ঘুরছেন এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে জানছেন। তবে এই সংবাদমাধ্যম বলেনি তিনি কেন গত কয়েক বছরে লোকচক্ষুর আড়ালে থাকছেন।  

চীনের একসময়কার সবচেয়ে ধনী জ্যাক মা চলতি বছরের জানুয়ারিতে আর্থিক প্রযুক্তির জায়ান্ট প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছেড়ে দেন।  

লোকচক্ষুর আড়ালে যাওয়ার পরও তাকে স্পেন, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দেখা গেছে বলে খবর বেরিয়েছে।  

গেল নভেম্বরে ফিন্যান্সিয়াল টাইম খবর ছাপে যে, জ্যাক মা ছয় মাস ধরে জাপানের টোকিওতে রয়েছেন।  

প্রথমবার যখন জ্যাক মা লোকচক্ষুর আড়ালে চলে যান, তখন গুঞ্জন ওঠেছিল যে, তিনি গৃহবন্দি রয়েছেন বা আটক হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।