ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

অরুণাচলে জি২০ বৈঠকে অংশ নেয়নি চীন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
অরুণাচলে জি২০ বৈঠকে অংশ নেয়নি চীন

ভারতে অনুষ্ঠিত জি২০ বৈঠকে অংশ নেয়নি চীন। সূত্রের বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি।

 

অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই শহরকে চীন তিব্বতের অংশ বলে দাবি করে।  

যদিও ভারত চীনের এসব দাবি বারবার উড়িয়ে দিয়েছে এবং অরুণাচলের অখণ্ডতা বজায় রেখেছে।

বৈঠকে ৫০ জনেরও বেশি অতিথি ছিলেন। সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয়  জি২০ সম্মেলনকে সামনে রেখে যেসব অনুষ্ঠান রাখা হয়েছে, সেগুলোর মধ্যে এই বৈঠকও একটি। ভারত এখন জি২০ জোটের সভাপতিত্ব করছে।  

এই বৈঠক নিয়ে চীনে আনুষ্ঠানিক কোনো ক্ষোভ জানিয়েছে কি না, তা এখনো জানা যায়নি।  

চীন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়, কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।  

সপ্তাহান্তের এই বৈঠককে বলা হচ্ছিল গোপন। এই বৈঠকে সাংবাদিকদের ডাকা হয়নি।

রিসার্চ ইনোভেশন ইনিশিয়াটিভ, গ্যাদারিং- মূলমন্ত্রে অনুষ্ঠিত বৈঠকের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।  

বৈঠকে অংশ নেওয়া অতিথিরা অরুণাচল প্রদেশের আইনসভা ও বৌদ্ধ মঠ পরিদর্শন করেন। তাদের আসা উপলক্ষে বিমানবন্দরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

গেল ডিসেম্বরে রাজ্যে তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারত ও চীনের সৈন্যরা সংঘাতে জড়িয়েছিল।  

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তখন অভিযোগ করেন যে, চীন একতরফাভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি পাল্টে ফেলার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।