ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে পাক প্রধানমন্ত্রীকে কর্মকর্তার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে পাক প্রধানমন্ত্রীকে কর্মকর্তার চিঠি

আর্থিক সংকটের কারণ দেখিয়ে পাকিস্তানের ফেরারেল রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন।

স্থানীয় গণমাধ্যম দ্য নেশন জানিয়েছে, পরিবার চালাতে ওই কর্মকর্তার বেতন যথেষ্ট নয় বলে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ আরজি জানিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন, হয় তার বেতন বাড়ানো হোক, অন্যথায় দুর্নীতি করার অনুমতি দেওয়া হোক। সিএসএস (সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস) কর্মকর্তা হিসেবে ফেডারেল রাজস্ব বোর্ডে তিনি চার বছর ধরে চাকরি করছেন। মাসে ১ লাখ ২২ হাজার ৯২২ রুপি বেতন পেলেও বাড়ি ভাড়া, পরিবারের ব্যয়ভার বহন প্রভৃতি বাবদ তার ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা ব্যয় হয়।  

তিনি বলেন, বাবা ও স্বামী হিসেবেও কিছু ব্যয় মেটানোর জন্য অর্থের প্রয়োজন, যে কারণে তাকে ঘুষ খাওয়ার জন্য অনুমতি দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।