ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাদ্যের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র পেতে চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
খাদ্যের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র পেতে চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র

খাদ্যের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র পেতে সেদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এমনটি বলেছেন।

 

কিরবি বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যেকোনো অস্ত্র চুক্তিই হবে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিধি লঙ্ঘন।

যুক্তরাষ্ট্র এর আগেও অভিযোগ এনেছিল যে, উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী ও ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে অস্ত্র দিচ্ছে।

তবে পিয়ংইয়ং এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।  

এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে।  

তিনি বলেন, আমরা জানি, রাশিয়া উত্তর কোরিয়ায় প্রতিনিধিদল পাঠাতে চাচ্ছে। রাশিয়া অস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়াকে খাদ্য দেওয়ার প্রস্তাব দেবে।  

নিরাপত্তা পরিষদের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ও চুক্তির বিষয়ে পর্যবেক্ষণ করছিল।  

উত্তর কোরিয়া গত কয়েক দশক ধরে খাদ্য ঘাটতির অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। ৯০ এর দশকের শেষ মধ্যভাগে ভয়াবহ দুর্ভিক্ষে পড়ে দেশটি।  

গেল ফেব্রুয়ারিতে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, বাজে আবহাওয়া, সীমান্ত নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় উৎপাদন কমে যাওয়ায় উত্তর কোরিয়া ভয়াবহ খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।