ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে বিমান হামলায় ইসরায়েলকে দায়ী করছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
দামেস্কে বিমান হামলায় ইসরায়েলকে দায়ী করছে সিরিয়া

দামেস্কের নিকটবর্তী একটি গ্রামাঞ্চলে যে বিমান হামলা হয়েছে সেটি ইসরায়েল থেকে করা হয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। দেশটির দাবি, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো গোলান মালভূমির দিক থেকে এসেছিল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (৩০ মার্চ) রাতে বিমান হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে এ হামলা চালানো হয়।

জেরুজালেম পোস্ট’র প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের গ্রামাঞ্চলের একটি অবস্থানকে লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরে কয়েকটি ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করা হয়।

হামলার এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ার অভিযোগ বা হামলার ঘটনায় কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। এ ছাড়া দেশটির প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।