ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রেপ্তারের আগে সোশ্যালে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
গ্রেপ্তারের আগে সোশ্যালে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটনের আদালতে হাজির হলে তিনি গ্রেপ্তার হন।

 

এর আগে তিনি এসে আদালতে পৌঁছান। আদালতে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আদালতে পৌঁছানোর আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন।

আগের দিন ফ্লোরিডা থেকে নিউইইয়র্কের উদ্দেশে পাড়ি জমান ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে আদালতে পৌঁছান তিনি।  
৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট একটি গাড়িতে করে আদালতে যান। এ সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।  

পরের গাড়িতে ছিলেন ট্রাম্পের আইনজীবী সুসান নেচেলেস ও টোড ব্ল্যানচে। তৃতীয় গাড়িতে ছিলেন সহযোগী জ্যাসন মিলার ও ওয়াল্ড নাউতা।  

যাত্রা শেষে আদালতে প্রবেশের আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। এতে তিনি লেখেন, ম্যানহাটনের আদালতের সামনে। পরাবাস্তব মনে হচ্ছে- ওয়াও, তারা আমাকে গ্রেপ্তার করতে যাচ্ছে। আমেরিকায় এটি ঘটছে, বিশ্বাস হচ্ছে না।  

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাবেক পর্ন অভিনেত্রী এবং স্ট্রিপার স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের জন্য তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন।

স্টর্মির দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এটি ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করার পরের বছরের ঘটনা।  

২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। মূলত এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।

কোহেন আদালতে বলেন, তিনি সাবেক প্রেসিডেন্টের নির্দেশনায় এক লাখ ৩০ হাজার ডলারের বিষয়টি দফারফা করেছেন। কোহেন ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিক অভিযোগে জেলে ছিলেন।

তবে ৭৬ বছর বয়সী ট্রাম্প অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।