ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে জেলেনস্কি, বেইজিংয়ে ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
পোল্যান্ডে জেলেনস্কি, বেইজিংয়ে ম্যাক্রোঁ

সরকারি সফরে ওয়ারশ গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং বেইজিংয়ে গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার (৫ এপ্রিল) দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

পোলিশ রাষ্ট্রপতির পররাষ্ট্রনীতি উপদেষ্টা বলেছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সীমান্ত অতিক্রম করেছেন। রাজধানী ওয়ারশতে তার সরকারি সফরের আগে এখন পোল্যান্ডে রয়েছেন।

তবে জেলেনস্কির এই সফরটি কয়দিনের তা জানানো হয়নি।

গতকাল (৪ এপ্রিল) পোলিশ প্রেসিডেন্টের দফতর ঘোষণা দিয়েছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা অবস্থায় দেশের বাইরে এটি একটি বিরল সফর।

পোলিশ প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, এটি সরকারী সফর। সফরকালে জেলেনস্কি পোল্যান্ডে বসবাসকারী ইউক্রেনীয়দের সঙ্গে দেখা করবেন।

ইমানুয়েল ম্যাক্রোঁ বেইজিং পৌঁছেছেন
এদিকে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট বুধবার বেইজিং পৌঁছেছেন। তিন দিনের (৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত) এই সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।