ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টারের স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টারের স্বামী গ্রেপ্তার

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের স্বামী গ্রেপ্তার হয়েছেন। স্কটিশ ন্যাশনাল পার্টির অর্থনৈতিক কর্মকাণ্ডের তদন্তের জন্য তিনি গ্রেপ্তার হন।

 

বুধবার (৫ এপ্রিল) ৫৮ বছর বয়সী পিটার মুরেলকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়। খবর বিবিসি।

স্কটল্যান্ড পুলিশ বলছে, তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালিয়েছেন।  

গেল মাসে মুরেল পার্টির প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করেন। ১৯৯৯ সাল থেকে তিনি এই পদে ছিলেন।

২০১০ সালে স্টারজনকে বিয়ে করেন তিনি।  

গেল মাসে স্টারজন পদত্যাগ করেন। গেল মাসে তার স্থলাভিষিক্ত হন হামজা ইউসুফ।  

গ্লাসগোতে এই দম্পতির বাড়িতে এবং এডিনবার্গে এসএনপির সদরদপ্তরে এখন পুলিশি তৎপরতা রয়েছে।  

সাবেক ফার্স্ট মিনিস্টারের বাড়ির সামনে ১০ জন ইউনিফর্মধারী পুলিশ সদস্য রয়েছেন। পুলিশের একটি গাড়িও সেখানে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।