ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঐতিহাসিক সাহায্যের জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ঐতিহাসিক সাহায্যের জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জেলেনস্কির

ঐতিহাসিক সাহায্যের জন্য পোল্যান্ডকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার হামলা শেষে দেশ পুনর্গঠনে সহায়তায় পোল্যান্ড হবে অন্যতম প্রধান অংশীদার।

পোল্যান্ড সফরে গিয়ে ওয়ারশে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরা।

কিয়েভের কট্টর মিত্র হিসেবেই অবস্থান ওয়ারশের। ইউক্রেনে ভারী অস্ত্র দিতে অনিচ্ছুক মিত্রদের রাজি করাতে পোল্যান্ড ভূমিকা রেখেছে।  

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ইগলে ভূষিত করেন।  

সম্মাননা নিয়ে জেলেনস্কি বলেন, আপনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন। আমরা এর জন্য কৃতজ্ঞ।  

তিনি বলেন, আমি বিশ্বাস করি এই হলো ঐতিহাসিক সম্পর্ক, ঐতিহাসিক ফলাফল, দুই দেশের মধ্যে ঐতিহাসিক শক্তি।

দুদা বলেন, তার আত্মবিশ্বাস রয়েছে যে, এই সংঘাত থেকে ইউক্রেন বিজয়ীর বেশে বেরিয়ে আসবে। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে, ইউক্রেনের সৈন্যদের সঙ্গে আপনার বীরত্ব একসঙ্গে ইউক্রেনকে রক্ষা করেছে।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।