ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
ইসরায়েলে রকেট হামলা

আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার চালানো হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজার ফিলিস্তিনি দলগুলো বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, দুটি রকেট ভূমধ্যসাগরের দিকে ও পাঁচটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে।

এতে আরও বলা হয়, এজন্য দক্ষিণ ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজেছিল।

পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির খবর, ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।