ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি নিহত

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) অবৈধ হামরা বসতির কাছে ঘটনাটি ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামরা জংশনে একটি গাড়িতে গুলি চালানো হয়। এ সময় ইসরায়েলের দুই বসতি স্থাপনকারী নিহত হন।

কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।

ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলার ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেবানন ও গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

এর আগে গাজা উপত্যকা ও লেবাননে নতুন করে আর হামলা চালানো হবে না বলে জানিয়েছিল ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এ ঘোষণা দিয়ে বলেছিলেন- উত্তেজনা বৃদ্ধি পাক কেউ এখন এমনটা চায় না। এ মুহূর্তে আমাদের অপারেশন শেষ। অন্তত আগামী কয়েক ঘণ্টা শান্তির জবাব শান্তির মাধ্যমেই দেওয়া হবে।

পবিত্র আল-আকসা মসজিদে টানা দুই দিন ইসরায়েলি পুলিশ তাণ্ডব চালানোর পর গত বুধবার ও বৃহস্পতিবার ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন থেকে রকেটগুলো ছোড়া হয়।

এর জবাবে লেবানন ও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনারা হামলা চালানোর পর ‘উত্তেজনা’ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।