ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মদের নেশা ছাড়াতে রিহ্যাবে কুকুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
মদের নেশা ছাড়াতে রিহ্যাবে কুকুর

রোজ রাতে এক পেগ মদ লাগবেই! গত কয়েকমাস ধরে এমনটাই ছিল নিউ জিল্যান্ডের একটি কুকুরের রুটিন। ক্রমশই মদে আসক্ত হয়ে পড়ে দুই বছর বয়সী কুকুর ল্যাবরেডর।

তার নাম কোকো।

বর্তমানে সে একটি অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন। কোকোর নেশা মুক্তির প্রক্রিয়া চলছে।

পশু চিকিৎসকরা বলছেন, এ ধরনের ঘটনা নজিরবিহীন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, নিউ জিল্যান্ডের ডেভন শহরের উডসাইড অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কোকো।

কুকুরটির মালিক রোজ মদ খাওয়ার পর কিছুটা গ্লাসে ফেলে রাখতেন। কৌতূহলবশত ফেলে রাখা মদ একদিন চেখে দেখেকোকো। তারপর থেকে প্রতিদিন সে অপেক্ষা করত কখন তার মালিক মদের গ্লাস ফেলে ঘুমোতে যাবে। এভাবেই চলতে থাকে মাসের পর মাস। ক্রমশই মদের নেশা ধরে যায় কোকোর।

এরপর একদিন আচমকাই মৃত্যু হয় কুকুরটি মালিকের। তারপর কুকুরটিকে অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। মদ্যপানে আসক্ত দেখে প্রথমে কিছুটা তাজ্জব বনে গেলেও পরে কুকুরটির নেশা মুক্তির প্রক্রিয়া শুরু করেন তারা।

গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে রিহ্যাবে রয়েছে সে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।