ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কোভিড জরুরি অবস্থার অবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
যুক্তরাষ্ট্রে কোভিড জরুরি অবস্থার অবসান

যুক্তরাষ্ট্রে কোভিড জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন।

এর মাধ্যমে তিন বছরেরও বেশি সময় আগে ঘোষণা দেওয়া কোভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হলো।

মঙ্গলবার (১১ এপ্রিল) এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

এনবিসি নিউজ বলছে, নির্ধারিত সময়ের এক মাস আগেই কংগ্রেসে আগে পাস হওয়া একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ আরও এক মাস পর জাতীয় জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ছিল। তবে কোভিডের সঙ্গে যুক্ত একটি পৃথক জনস্বাস্থ্য জরুরি অবস্থা আগামী ১১ মে পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে জাতীয় জরুরি অবস্থা শেষ করার বিরোধিতার ইঙ্গিত দিয়েছিলেন বাইডেন। তবে বলেছিলেন যে, তিনি আইনটিতে ভেটো দেবেন না। পরে সিনেট মার্চের শেষের দিকে আইনটি পাস করে। প্রায় দুই ডজন ডেমোক্র্যাট এটিকে সমর্থন করেছে।

কোভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হওয়ায় যুক্তরাষ্ট্রে কোভিড পরীক্ষা, বিনামূল্যের টিকা এবং অন্যান্য জরুরি ব্যবস্থার জন্য তহবিল এখন বন্ধ হয়ে যাবে।

মূলত বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশকে বৈশ্বিক মহামারির কবল থেকে মুক্ত রাখার জন্য ২০২০ সালের জানুয়ারিতে এই জরুরি অবস্থা আরোপ করা হয়েছিল। তারপরও করোনা মহামারিতে দেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।