ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
ইউক্রেনে সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত: জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত হয়েছেন। সম্ভবত এই সংখ্যা আরও বেশি হতে হতে পারে।

এমনটিই বলছে জাতিসংঘ। খবর আল জাজিরা।  

জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন বলে তাদের কাছে হিসাব রয়েছে।  

ওএইচসিএইচআর এই সংখ্যাকে হিমশৈলীর অগ্রভাগ হিসেবে আখ্যা দিয়েছে। কেননা যুদ্ধক্ষেত্রে প্রবেশাধিকার সীমিত।  

এক বিবৃতিতে বলা হয়েছে, ওএইচসিএইচআর বিশ্বাসআ করে যে, এই সংখ্যা বিবেচনামূলকভাবে বেশি হতে পারে। কেননা তীব্র সংঘাত চলায় কিছু স্থান থেকে তথ্য আসতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনও স্থগিত রাখা হয়েছে।  

নিহতের বেশিরভাগ সংখ্যাই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। এর মধ্যে দোনেৎস্ক ও লুহানস্কের ৩ হাজার ৯২৭ জনের তথ্যও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।