ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের উদাহরণ দেখে ভারতকে শিক্ষা নেওয়ার পরামর্শ এমিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ইউক্রেনের উদাহরণ দেখে ভারতকে শিক্ষা নেওয়ার পরামর্শ এমিনের

ইউক্রেনের উদাহরণ দেখে ভারতকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা।

মঙ্গলবার নয়াদিল্লিতে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের’ (আইসিডব্লিউএ) আলোচনা সভায় তিনি বলেন, ‘কঠিন প্রতিবেশীদের কীভাবে সামলানো যায়, তা ক্রিমিয়া পরিস্থিতি দেখে শিখতে পারে ভারত।

চার দিনের ভারত সফরে রোববার নয়াদিল্লি পৌঁছান এমিন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনার হামলা শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে এলেন।

তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের মতো কঠিন প্রতিবেশীদের ঠিক ভাবে সামলাতে না পারলে, সমস্যা আরও বড় হয়ে উঠতে পারে। ’

দুই দেশের সম্পর্কের উন্নতির বিষয়ে এমিন বলেন, ‘একটি বার্তা নিয়ে আমি ভারতে এসেছি। ইউক্রেন চায় ভারত ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক শক্তিশালী হোক। হ্যাঁ, আমাদের একটি ইতিহাস রয়েছে। কিন্তু আমরা ভারতের সঙ্গে নতুনভাবে সম্পর্ক শুরু করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।