ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৮০ দিনে বিশ্বভ্রমণ ৮১ বছরের দুই বান্ধবীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
৮০ দিনে বিশ্বভ্রমণ ৮১ বছরের দুই বান্ধবীর

এলি হ্যাম্বি এবং স্যান্ডি হ্যাজেলিপ। পেশায় একজন তথ্যচিত্র পরিচালক, অন্যজন চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রা শুরু করে মাত্র ৮০ দিনে বিশ্বভ্রমণ করেছেন ৮১ বছরের এই দুই বান্ধবী।

নিজেদের ভ্রমণ সম্পর্কে সংবাদমাধ্যম সিএনএনকে স্যান্ডি জানান, ৮০ বছর পেরোতেই বিশ্বভ্রমণের কথা তাদের মাথায় আসে।

তিনি বলেন, ‘আমরা আগেও একসঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। যখন ৭৬ বছর বয়স তখন আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বভ্রমণে যাবো। ৮০ পেরোতেই আমরা ঠিক করি এবার বের হতে হবে। ’

এলি হ্যাম্বি বলেন, ‘আরও আগেই বেরিয়ে পড়তাম। কিন্তু কোভিডের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। কোভিড কমতেই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম।

লন্ডন, জাঞ্জিবার, জাম্বিয়া, মিশর, নেপাল, বালি এবং ভারত ঘুরে ৮০ দিনের বিশ্বভ্রমণ শেষে সম্প্রতি টেক্সাস ফিরে গিয়েছেন এলি এবং স্যান্ডি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।