ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে রাশিয়া। দেশটির দক্ষিণে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১২ এপ্রিল) সকালে দেওয়া এক ঘোষণায় জানিয়েছে, রাশিয়ার শত্রুদের জন্য এটি একটি নতুন সতর্কবার্তা।

কাস্পিয়ান সাগরের আস্ট্রহান অঞ্চলের কাপুস্টিন ইয়ার পরীক্ষা এলাকা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি পরিকল্পনা অনুযায়ী মিত্র দেশ কাজাখিস্তানের একটি এলাকায় আঘাত হানে।

মন্ত্রণালয় বলেছে, উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রের ‘যুদ্ধ ক্ষমতা’ পরীক্ষা করা।

গত এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। হামলায় অন্যান্য অস্ত্রের পাশাপাশি ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হচ্ছে।

রাশিয়ার এমন আগ্রাসন ইতোমধ্যে পশ্চিমাদের সামরিক চিন্তা বাড়িয়ে দিয়েছে। এমনকি এটি পারমাণবিক যুদ্ধের ভয়ঙ্কর সম্ভাবনাকেও হুমকি দিচ্ছে।

সম্প্রতি ক্রেমলিন ঘোষণা দিয়েছে যে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করা হবে। এই অস্ত্রগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম পাল্লার। তারপরও সেগুলো পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।