ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও নয়জন।

দুবাই সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার বিকেলে আল-রাসে আগুনের সূত্রপাত হয়।

খালিজ টাইমস বলছে, শনিবার দুপুর সাড়ে ১২টার পর দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে প্রথমে আগুনের বিষয়ে জানানো হয়। পরে একটি দল ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শুরু করে।

বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো এই অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় কুলিং অপারেশন।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সিভিল ডিফেন্সের ওই মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে, যার ফলে আগুন লেগে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।