ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে জানে না পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে জানে না পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানিয়েছেন, ঠিক কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে সে বিষয়ে এখনো তারা নিশ্চিত হতে পারেননি।

গোপন নথি ফাঁসের পরিধি এবং সংখ্যা সম্পর্কে তারা এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

সম্প্রতি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাবরিনা সিং বলেন, আমরা এখনো অনলাইনে ফাঁস হওয়া নথির খোঁজ করছি। কিন্তু এটি পরিষ্কার নয় যে, আমাদের কত সংখ্যক নথি ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে এখনো আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি।

বিস্তৃত পরিসরে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং মূলধারার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার আগে বিতর্কিত নথিগুলো গত মাসের কোনো এক সময়ে একটি ডিসকর্ড সার্ভারে রাখা হয়।

ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের জ্যাক টেক্সেইরা নামে ২১ বছর বয়সী এক এয়ারম্যানকে গোপন নথি ফাঁসের জন্য আটক করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তার পরিচয় প্রকাশ করার পরে বৃহস্পতিবার এফবিআই তাকে গ্রেপ্তার করে।

সূত্র- পার্সটুডে

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।