ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বেলারুশ-পোল্যান্ড সীমান্ত পরিদর্শনে জেলেনস্কি, প্যাট্রিয়ট পেল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বেলারুশ-পোল্যান্ড সীমান্ত পরিদর্শনে জেলেনস্কি, প্যাট্রিয়ট পেল ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশ ও পোল্যান্ড সীমান্ত পরিদর্শন করেছেন। রাশিয়ার হামলার সময় থেকে দেশের সুরক্ষায় থাকার জন্য তিনি সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন।

 

জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, রাষ্ট্রের সীমান্ত রক্ষায় সৈন্যদের ধন্যবাদ দেওয়ার জন্য আজ এখানে থাকার বিষয়টি আমার জন্য গর্বের।  

এই পোস্টের সঙ্গে যুক্ত করা ভিডিওতে দেখা যায়, তিনি সীমান্ত সৈন্যদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।

জেলেনস্কি বলেন, আমি জানি আপনারা কত দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছেন, বাখমুত ধরে রেখেছেন।  

জেলেনস্কি বলেন, বেলারুশ সীমান্তে ইউক্রেনের সবসময় প্রস্তুত থাকতে হবে। যদিও সেখানে শক্তিশালী কিছু দেখতে পায়নি কিয়েভ।  

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের প্রথম চালান পেল ইউক্রেন

কিয়েভের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেন প্যাট্রিয়টের প্রথম চালান পেয়েছে। এটিকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।  

ওলেকসি রেজনিকভ টুইটারে বলেন, আজ আমাদের অপূর্ব ইউক্রেনের আকাশ আরও নিরাপদ হলো। কারণ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে চলে এসেছে। আমাদের আকাশ প্রতিরক্ষাকারীরা দ্রুতসম্ভব আয়ত্ত করছে। আমাদের বন্ধুরা কথা রেখেছে।  

তিনি বলেন, এটি আমাদের নেতৃত্বে থাকা প্রেসিডেন্ট জেলেনস্কির কঠোর পরিশ্রমের ফল। জার্মানির প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ। আমেরিকা, জার্মানি ও ডাচ লোকেদের ধন্যবাদ। আমরা একসঙ্গে জিতব।  


বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।