ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
সৌদি আরবে দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত নয়জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহত নয় জনই পাকিস্তানি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস

জানা গেছে, ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নয় পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।